সালেক সুফী।।
রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে অগ্নি ঝুঁকিতে থাকা বঙ্গবাজার নামে খ্যাত সাত সাতটি মার্কেট ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভুত হওয়া নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মানলাম শর্ট সার্কিট থেকে ,সেহেরীর রান্না করার সময় অথবা অন্তর্ঘাত তৎপরতায় আগুনের সূত্রপাত হয়েছে। কি লাভ এগুলো জেনে। যারা নিঃস্ব হয়েছে তাদের কি লাভ হবে? কিছু মানুষ একে অপরকে দায়ী করবে ,কিছু মানুষ রাজনীতি করবে। আসল সমাধান ব্যাবসা কেন্দ্র স্থানান্তর করে ঝুঁকি বিধীন সঠিক অগ্নিনিরাপত্তা নিশ্চিত স্থানে নিয়ে যাওয়া। সরকার প্রধান চাইলে হবে। না হয় কেউ কিছু করতে পারবে না।
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স প্রধান বলেছেন তাদের তরফ থেকে ১০ বার অগ্নি ঝুঁকিতে থাকা ব্যাবসা কেন্দ্র সরানোর নির্দেশ দেয়া হলেও উপেক্ষিত থেকেছে। এলাকাটি ঢাকা মেয়র দক্ষিণের কার্যালয় , ফায়ার ব্রিগেড সদর দপ্তর এবং সচিবালয় সন্নিহিত। প্রশ্ন হলো সরকারের বিভিন্ন সংস্থা ,দোকান মালিক সমিতি , ব্যাবসায়ী সংগঠন গুলো বা শাসক দল কি দায়িত্ব এড়াতে পারেন।
জানি আদালতের রায়ে প্রতাপশালী বিজিএমইএ ভবন হাতিরঝিল থেকে সরানো হয়েছে। এখন এত বড় অগ্নিকাণ্ডের পর একাধিক তদন্ত কমিটি করে শুধু সময়ের অপচয় হবে। হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মার্কেট সরকারি ব্যাবস্থাপনায় স্থানান্তরিত করার আদেশ দিতে পারেন। নাহলে কিছু দিন পরে আবারো একই ধরণের ঝুঁকি নিয়ে সেখানে ব্যাবসা চলতে থাকবে। হয়তো ৩-৪ বছর পরে আবারো অগ্নিকান্ড হবে।