ফিলিস্তিনের গাজা উপত্যকার কেরাম শালোম ক্রসিংয়ে হামাসের হামলায় ৩ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এছাড়া ওই হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও স্বীকার করেছে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। এ ঘটনায় কেরাম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরাইলি সেনারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী সহ মানবিক সহায়তা প্রবেশ করার কয়েকটি গুরুত্বপূর্ণ রুটের মধ্যে শালোম ক্রসিং অন্যতম যা স্বাধীনতাকামী যোদ্ধাগোষ্ঠী হামাসের হামলার পর বন্ধ করে দিয়েছে আইডিএফ। হামাস গাজা উপত্যকার ভিতর থেকে রকেট হামলা চালালে তাতে তিন ইসরাইলি সেনা নিহত হন।