নোয়াখালী-৬ হাতিয়া আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। রোববার সকালে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনী হাতিয়া কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান।
এর আগে, শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন জানান, নিরাপত্তার স্বার্থে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক সংসদ আয়েশা ফেরদাউস ও তাদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিসহ তিনজনকে নৌবাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নেয়। তবে তিনি দাবি করেন, তাদের তুলে নিয়ে যাওয়া হয়নি। ওই সময় তিনি বাড়ীতে ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কে সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাতিয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো। এছাড়া গত কিছু দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিভিন্ন অনুষ্ঠানে মোহাম্মদ আলীর বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।
আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন, হাতিয়ার প্রায় সাত লাখ মানুষকে জিম্মি করে রেখেছেন আলী। স্থানীয়দের অভিযোগ, গত ১৬ বছর নিজের নির্বাচনী এলাকায় নিজের বিরোধী মতের কাছে মোহাম্মদ আলী এক আতঙ্কের নাম ছিল। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে তার একক নিয়ন্ত্রণে হাতিয়া হয়ে উঠে অনিয়ম ও নৌরাজ্যের স্বর্গরাজ্য।
নৌবাহিনী হাতিয়া কন্টিনজেন্টের কমান্ডার মুশফিকুর রহমান জানান, হাতিয়ার আইনশৃঙ্খলা এবং সার্বিক শান্তি বজায় রাখার জন্য মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাতিয়া থানার কার্যক্রম না থাকায় তাকে আটক দেখিয়ে চট্টগ্রাম পাঠানো হবে। তবে তার স্ত্রী ও ছেলেকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়নি বলে জানান তিনি।
buy priligy dapoxetine online 2001 Feb 15; 166 4 2451 9
Thank you for the good writeup. It in truth used to be a leisure account it.
Look complicated to far introduced agreeable from you!
However, how could we keep up a correspondence?
2017; 168 37 57 priligy medicine
Table 1 summarizes the baseline demographic and disease characteristics of patients in the mFAS buy priligy cheap
I remember writing an earlier Past the Wire, anticipating the pending card, and giving a shout out to Mr priligy usa
Over the next 13 months, precocious puberty advanced unchecked, despite an increase in the testolactone to 35 mg kg d what is priligy tablets A monthly 3 day interruption of fenretinide was introduced to allow the partial recovery of retinal storage
Approximately 3000 trees must be sacrificed in order to obtain 1 kg of paclitaxel, which is sufficient to treat about 500 patients how to get generic cytotec prices
AsГ que es una gran idea comprar Proviron para hombres despuГ©s de los 40 where can i get cheap cytotec pills Kelsey JL, Gammon MD The epidemiology of breast cancer