নিজস্ব প্রতিবেদক ।।
আজ আমাদের ব্যাচের প্রিয় বন্ধু,কুমিল্লা শিক্ষা বোর্ডের গৌরব, বৃহত্তর কুমিল্লা জেলার কৃতি ও মেধাবী বন্ধু, আমাদের একজন আলোকিত ও মেধাবী বন্ধু,অত্যন্ত ভদ্র, মার্জিত, সুন্দর মনের মানুষ, বাংলাদেশ পুলিশের একজন চৌকস কর্মকর্তা, এডিশনাল ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার, ঝিনাইদহ জেলার সাবেক পুলিশ সুপার,আমাদের একজন প্রিয় বন্ধু মুনতাসিরুল ইসলাম রনী এর শুভ জন্মদিন
আজ ২৮ মার্চ , রোজ – মঙ্গলবার , ২০২৩ ইং।
আজ জন্মদিন তোমার।
“শুভ জন্মদিন”
আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্যে ভরা
আজকের জোস্নাটা আর ও সুন্দর
সন্ধাটা আগুন লাগা।
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালোলাগা
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনায়
তুমি এইদিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষন হোক আর ও সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।
তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসি অনরল স্নিগ্ধ বিকেল
ভালোবাসা নিয়ে নিজে তুমি
ভালোবাসো সব সৃস্টিকে
তুমি এইদিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষন হোক আর ও সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।
তোমার জন্য ফোঁটে পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি
আলোকিত কর পৃথিবীকে
তুমি এইদিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষন হোক আর ও সুন্দর
উচ্ছল দিন কামনায়।