১৫২ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় চট্টগ্রামে এক ব্যবসায়ী দম্পতিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
আদালতের নিষেধাজ্ঞা পাওয়া তিনজন হলেন লিজেন্ড টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আবদুল হাই, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির পরিচালক নিলুফার আকতার ও পরিচালক মোরশেদ শাহনুর হাসিন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এস এম আবদুল হাইসহ তিনজনের কাছে সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখার ১৫২ কোটি টাকা পাওনা রয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে তাঁদের দেনার পরিমাণ ৬০০ কোটি টাকার বেশি। এর বিপরীতে ব্যাংকে যে পরিমাণ সম্পদ তাঁরা বন্ধক রেখেছেন, তা খুবই কম।
রেজাউল করিম বলেন, বন্ধক থাকা সম্পদ দিয়ে ওই ঋণ শোধ হবে না। এই অবস্থায় ঋণ পরিশোধ না করে তিনজন দেশত্যাগের পাঁয়তারা করছেন বলে ব্যাংকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে বিশেষ পুলিশ সুপারকে (অভিবাসন) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।