বিয়ে করেছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। আজ রোববার সকালে এক ফেসবুক পোস্টে বিয়ের ঘোষণা দিয়েছেন অর্ষা; সঙ্গে দুজনের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি।

নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান
নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানছবি: অর্ষার ফেসবুক থেকেপরে প্রথম আলোকে অর্ষা জানান, দুই থেকে তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তাঁরা।

চরকি ফ্লিক ‘জাহান’ ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাহস’সহ বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছেন অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান।

দুই থেকে তিন মাস আগেই বিয়েটা সেরেছেন তাঁরাছবি: অর্ষার ফেসবুক থেকে অর্ষা বলেন, বছরখানেক ধরেই পারিবারিকভাবে দুজনের বিয়ের কথাবার্তা চলছিল। এর মধ্যে তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তা পিছিয়ে যায়। মা অনেকটা সেরে ওঠার পর মায়ের পরামর্শেই বিয়েটা সেরেছেন তাঁরা।

আজ ছবিগুলো ফেসবুকে পোস্ট করে বিয়ের ঘোষণা দিয়েছেন অর্ষা
আজ ছবিগুলো ফেসবুকে পোস্ট করে বিয়ের ঘোষণা দিয়েছেন অর্ষাছবি: অর্ষার ফেসবুক থেকে‘নেটওয়ার্কের বাইরে’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘সাবরিনা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা সিরিজে অভিনয় করেছেন অর্ষা। দুই দশকের ক্যারিয়ারে শতাধিক টিভি নাটকে পাওয়া গেছে তাঁকে।

‘মহানগর’ সিরিজের পুলিশ কর্মকর্তা মলয় চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। ‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।

1,253 thoughts on “বিয়ের ঘোষণা দিয়েছেন অর্ষা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *