স্পোর্টস ডেস্ক।।
বেশ কয়েকদিন ধরে আলোচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের জন্য এলো নিষেধাজ্ঞা।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা দুই বছরের জন্য তাকে সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। পাশাপাশি তাকে ১০ হাজার সুইস ফ্রা (বাংলাদেশি মূদ্রায় ১২ লক্ষ টাকা) জরিমানাও করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফিফা।
এর আগে আর্থিক অনিয়মে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে সশরীরে ফিফার সদরদপ্তর জুরিখে যান আবু নাঈম সোহাগ। তবে নিজেকে রক্ষা করতে পারেননি তিনি। ফিফার স্বাধীন নৈতিক কমিটির মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞা দিলো তাকে। তার বিরুদ্ধে মূল অভিযোগ ফিফার দেওয়া অর্থ বাফুফের খরচ দেখাতে তিনি ভুল ডকুমেন্ট দেখিয়েছেন।
সালাউদ্দিনের প্রতিক্রিয়া: সোহাগের নিষেধাজ্ঞার ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে পারছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অবশ্য তিনি নিজেও বিষয়টি পুরোপুরি বুঝে উঠতে পারেননি। বাংলানিউজ
নিষেধাজ্ঞার খবর আসার পরপরই যোগাযোগ করা হয় সালাউদ্দিনের সঙ্গে। বাফুফে সভাপতি বলেন, ‘ফিফা সাসপেন্ড করলে তো আমরা সাসপেনশনেই রাখব। আমি বিস্তারিত কিছু জানি না। আগে বুঝে নেই বিষয়টা কী, তারপর বলব।’
যদিও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন সোহাগ। এমনটাই বলেছেন সালাউদ্দিন, ‘এটা ব্যক্তিগত বিষয়, তাই ফেডারেশন নয়, সে আপিল করতে পারে। দেখি কী হয়!’
cialis and priligy Medications that slow blood clotting Anticoagulant Antiplatelet drugs interacts with SEA BUCKTHORN