সামিরা তারান্নুম রাবেয়া মিতি।।
মার্চ মাসটি আমাদের জাতীয় জীবনে ও আমার ব্যক্তিগত জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে।২০২৩ এর মার্চ মাসটি আমার জীবনে আরও স্মরনীয় হয়ে গেল, কারণ আকস্মিকভাবে একটি সম্মাননা আমাকে আনন্দিত, বিহবলিত ও আবেগ আপ্লুত করে দিয়েছে।যার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওষুধ লিমিটেড ও SAFe র কাছে, যৌথভাবে যারা ৮ই মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত করল বিভিন্ন পেশায় নিয়োজিত ১৭ জন কর্মজীবি নারীকে। ১৫ই মার্চ, ২০২৩ আয়োজিত চমৎকার একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের হাতে তুলে দিলো সম্মাননা স্মারক ও উপহার, যেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরও কিছু আলোকিত মানুষ। দুই প্রিয় বন্ধু কেয়া ও মিলন এর প্রানোচ্ছল উপস্থাপনা অনুষ্ঠানটিকে আরও প্রানবন্ত করে তুলেছিলো। আবারো আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধু রাশেদ এর কাছে, এমন আয়োজন আরও হোক,আরও সম্মানিত হোক জীবনযুদ্ধে সফল আমাদের মা, মেয়ে, বোনেরা। এগিয়ে চলুক নারী-ভাই, বন্ধু, সহকর্মীর কাঁধে কাঁধ মিলিয়ে ……….
ব্যক্তিগত কিছু বিষয়ের কারণে পোস্টটি দিতে দেরী হলো